ভোলায় গরীব, অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ভোলা এর উদ্যোগে গরীব, অসহায়, পঙ্গু, ছিন্নমুল, প্রতিবন্ধী, হতদরিদ্র ও ভাসমান শীতার্ত নারী পুরুষের মাঝে কম্বল ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আজ রবিবার (০২ জানুয়ারি) ভোলা জেলার লালমোহন থানাধীন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। ভোলা জেলার পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী জনাব নুরজাহান ইসলাম এর সভাপতিত্বে ও লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল ও শীতবস্ত্র বিতরন করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জনাব মোঃ রাসেলুর রহমান, পুনাক সহ সভানেত্রী জনাব ফারজানা বিনতে ওহাব, ভোলা জেলার পুনাক এর নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।