জেলার শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ একেএম কামরুজ্জামান
মো: মাছুম বিল্লাহ, কাঠালিয়া প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহে জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান। রবিবার (৫মে) ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে কলেজ পর্যায় তাকে জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফরোজা আক্তার, জেলা শিক্ষা অফিসার সুনীল চন্দ্র সেনসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ একেএম কামরুজ্জামান কাঠালিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি। সে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার সদরের বাসিন্দা।