আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ সোমবার, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ৫ই রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

বরিশাল বিভাগে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ, প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি।

নিউজ ডেস্ক; জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ এ বরিশাল বিভাগে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ভোলার জেলার লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি।
বিষয়টি নিশ্চিত করেন লালমোহন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডল। তিনি জানান, উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়ে ৬মে জেলায় অংশগ্রহণ করে জেলায় ও শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়ে বরিশাল বিভাগে অংশগ্রহণ করে বিভাগেও শ্রেষ্ঠত্ব ধরে রাখেন প্রফেসর ড.শফিকুল ইসলাম মোল্লা এলটি।
দক্ষতা, সময়ানুবর্তিতা, আন্তরিকতা এবং শিক্ষাগত যোগ্যতা সব দিক বিবেচনা করে নির্বাচক মন্ডলী তাকে শ্রেষ্ঠ নির্বাচিত করে।
এ বিষয়ে সরকারি শাহবাজপুর কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। শিক্ষার্থীরা বলেন, স্যারের এ অর্জনে আমরা খুবই আনন্দিত। স্যারের এ অর্জন প্রাপ্য ছিল। স্যার একজন দক্ষ, যোগ্য, সৃষ্টিশীল এবং মুক্তমনা বড় মানসিকতার মানুষ।। তার কল্যাণে আমাদের কলেজ আজ অনেক দিক থেকে শ্রেষ্ঠ।। বরিশাল বিভাগের শ্রেষ্ঠ রোভারগ্রুপ ও আমাদের কলেজ নির্বাচিত। আমরা আশাকরি জাতীয় পর্যায়েও স্যার শ্রেষ্ঠ নির্বাচিত হবে।

ফেসবুকে লাইক দিন