আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

মনপুরায় উপজেলা নির্বাচনে ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ 

বিশেষ প্রতিবেদক: মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ১ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার (১২ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই পর্ব শেষে এসব তথ্য জানান, রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন। এর আগে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনপুরা উপজেলা থেকে তিন পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন , ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৩ জন । নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনপুরা উপজেলা নির্বাচনে মোট ৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ও ১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এদের মধ্যে চেয়ারম্যান পদে বৈধ মনোনীত প্রার্থী ৩ জন । তারা হলেন, শাহরিয়ার চৌধুরী দীপক, মো. জাকির হোসেন ও মো. সিদ্দিকুর রহমান। অপরদিকে নির্বাচন কমিশন চেয়ারম্যান প্রার্থী অলিউল্ল্যাহ কাজলের মনোনয়ন বাতিল ঘোষণা করেন । ভাইস চেয়ারম্যান পদে বৈধ মনোনীত প্রার্থী ২ জন । তারা হলেন, আবদুর রহমান রাসেদ মোল্লা ও সালাউদ্দিন হেলাল । মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ মনোনীত প্রার্থী ৩ জন। তারা হলেন, পারভিন আকতার রেবু, আমেনা বেগম ও ইয়াসমিন জাহান মিনু। উল্লেখ্য, আগামী ৫ জুন মানপুরায় চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ফেসবুকে লাইক দিন