ঝালকাঠির কাঠালিয়ায় ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
মোঃ মাছুম বিল্লাহ, কাঠালিয়া প্রতিনি: “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা কৃষি প্রযুক্তি এনে দেবে নতুন যাত্রা ” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ঝালকাঠির কাঠালিয়ায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ এর শুভ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার ১৪ মে বিকাল ৪ টার দিকে উপজেলা পরিষদের মাঠে এ মেলা উদ্বোধন করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন। এতে স্বাগত বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কাঠালিয়া সহকারী কমিশনার ভুমি সঞ্জয় দাস, কৃষি সম্প্রসারন অফিসার মোঃ রায়হানুল ইসলাম, কাঠালিয়া থানার ওসি তদন্ত সমির কুমার দাস, পরিবার পরিকল্পনা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মামুন সহ কৃষি বিভাগের সকল কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিকবৃন্দ, কৃষকগন।
মেলায় বস্তায় আদা চাষ, পারিবারিক পুষ্টি বাগান, জৈব পদ্ধতিতে সবজি উৎপাদন, আম, কাঠাল, জাম, ছবেদা, কলা, লিচু, আতাফল, আমরুজ, হরতোকি, বয়রা গাছ সহ মেলার স্টলগুলোতে স্থান পেয়েছে বিভিন্ন জাতের গাছের চারা। বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠির, মাদারীপুর ও শরিয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে কাঠালিয়া উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এ আয়োজন করেন।