ভোলার সদর উপজেলা নির্বাচন হবে একটি মডেল, ইসি হাবিব
নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো. আহসান হাবিব খান বলেছেন, জাতীয় সংসদের মতো উপজেলা পরিষদ নির্বাচনেও কোনো অনিয়ম হলে কঠোর হস্তে দমন করা হবে এবং এ নির্বাচনে যারাই প্রভাব বিস্তার করতে চাইবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে কোনো কার্পন্য করা হবে না।
তিনি বলেন, নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ সারা দেশের জন্য একটি মডেল। শুক্রবার (১৭ মে) বিকেলে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বচন উপলক্ষে ভোলার সকল উপজেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আচরণ-বিধি ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ভোলা জেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান। এসময় সকল উপজেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ ও সকল উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।