দৌলতখানে উপজেলা নির্বাচনের প্রচারনায়, চেয়ারম্যান প্রার্থী মনজুর আলম খান এর গণসংযোগ।
নাজমুল হাসান রাসেল, দৌলতখান প্রতিনিধি: আগামী ২১ মে দৌলতখান উপজেলা পরিষদের নির্বাচন। চেয়ারম্যান পদে মোট ৫ জন প্রতিধন্ধিতা করছেন। বর্তমান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান তার নির্বাচনী প্রতিক কাপ পিরিচ মার্কার পক্ষে আজ বিকালে দৌলতখান বাজারে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বাজার ব্যাবসায়ীদের মাঝে লিফলেট বিতরন করেন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চষে বেরাচ্ছেন তার নির্বাচনী এড়িয়া।ভোটারদের দ্বারেদ্বারে তার পক্ষে কাজ করছেন তর শতশত নেতাকর্মী। সাধারণ ভোটারদের হিসাবমতে কাপ পিরিচ এর মনজুর আলম খান এর পক্ষে ব্যাপক সারা ফেলে ভোটারদের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছেন বলে অভিমত ব্যাক্ত করেছেন। লিফলেট বিতরনকালে মনজুর আলম খান বলেন। ইনশাআল্লাহ কাপ পিরিচ মার্কার পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী তে নির্বাচিত হলে সেবক হিসেবে ভোলা-২ আসনের গন মানুষের প্রিয় নেতা মাননীয় এম পি মহোদয় আলহাজ্ব আলি আজম মুকুল এর পাশে থেকে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দৌলতখানের মানুষকে সামাজিক নিরাপত্তা দিয়ে দৌলতখানের মানুষের ঐতিহ্য ধরে রাখবো। নির্বাচনের দিন যতো ঘনিয়ে আসছে ততই বিভিন্ন প্রাথীগন ভোটারদের মনোযোগ আকর্ষনের চেষ্টা করে যাচ্ছেন।