আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ সোমবার, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ ইং, ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা

ইউক্রেনে ‘সামরিক অভিযানের’ ঘটনাকে কেন্দ্র করে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান এবং বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

আল জাজিরা জানায়, ইউরোপের ২৭ সদস্যের সংগঠন ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্পদ জব্দসহ ভিসা স্থগিত করেছে। এদের মধ্যে প্রেসিডেন্ট পুতিনের চিফ অব স্টাফ, দেশটির রাষ্ট্রীয় ইংরেজি ভাষাভিত্তিক টিভি চ্যানেল আর টি এর এডিটর-ইন-চিফও রয়েছে।

ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। তারপর দেশটির উপর শান্তিরক্ষার নামে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয় তারা। এরপরই দেশটির ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করছে পশ্চিমা মিত্ররা।

এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন জানায়, ইউক্রেনে সামরিক অভিযানের মধ্য দিয়ে দেশটির সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে খর্ব করা হয়েছে। এ ছাড়া, এটি আন্তর্জাতিক অঙ্গীকার এবং আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

এই নিষেধাজ্ঞা রাশিয়াকে মর্মাহত করবে বলে আশা প্রকাশ করেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের বিদেশী নীতি প্রণয়নের প্রধান।

ফেসবুকে লাইক দিন