আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ সোমবার, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ৫ই রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

দৌলতখানে সর্বজনীন পেনশন স্কীম বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

এম এ তাহের (দৌলতখান প্রতিনিধি): “সুখে ভরবে আগামী দিন,পেনশন এখন সার্বজনীন” এই স্লোগান সামনে রেখে ভোলার দৌলতখানে সর্বজনীন পেনশন স্কিম মাঠ পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষে উপজেলা সর্বজনীন পেনশন স্কীম বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
পেনশন স্কিমের চারটি ধাপ প্রবাস স্কিম, প্রগতি স্কিম, সুরক্ষা স্কিম ও সমতা স্কিম সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে মাঠ পর্যায়ে জনসচেতনা সৃস্টির লক্ষ্যে ব্যাপক প্রচার প্রচারণা চালানোর বিষয়ে সিদ্ধান্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মনজুর আলম খান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুন্নি ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার বিনু, থানা অফিসার ইনচার্জ সত্যরঞ্জন খাসকেল, দৌলতখান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আহবায়ক ওয়াজেদ কবির,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বিন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষা, শ্রমিক নেতৃবৃন্দসহ বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ।

ফেসবুকে লাইক দিন