আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং, ১৮ই শাবান, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ঝালকাঠিতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ মাছুম বিল্লাহ, কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে বাসচাপায় রবিউল ইসলাম সাদ্দাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ৯টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের কৈবর্তখালি গ্রামের ক্লাব বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম উপজেলার পশ্চিম পুটিয়াখালি গ্রামের মো. ইউনুছ হাওলাদারের ছেলে ও স্টারশিপ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার পরিদর্শক ফিরোজ আলম।স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, ঢাকাগামী বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসচাপা দিলে মোটরসাইকেল থাকা ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন