৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস
বিপ্লব মন্ডলঃ প্রতি বছর মার্চ মাসের ৮ তারিখে আন্তর্জাতিক নরী দিবস পালিত হয়। যার পূর্ব নাম ছিল আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস। বিশ্বব্যাপী নারীরা এই দিবস উদযাপন করে আসছেন। বিশ্বের একেক প্রান্তে নারী দিবস উদযাপনের প্রধান লক্ষ্য একেক রকমের হয়। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন উদযাপনের মূখ্য বিষয় হয়, আবার কোথাও নারীদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়া বেশি গুরুত্ব পায়।
এই দিবসটি উদযাপনের পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। ১৮৫৭ খ্রিস্টাব্দে মজুরী বৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের রাস্তায় নেমে আসে সুতা কারখানার নারী শ্রমিকরা। সেই মিছিলে সরকারের পুলিশ বাহিনী দমন-পীড়ন চালায়।
১৯০৯ খ্রিস্টাব্দের ২৮ ফেব্রুয়ারি নিউইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষ থেকে নারী সমাবেশের আয়োজন করা হয়। সেখানে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয়। ক্লারা ছিলেন জার্মান কমিউনিষ্ট পার্টির প্রতিষ্ঠাতাদের একজন। এর পর ১৯১০ খ্রিস্টাব্দে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। এতে ১৭ টি দেশের ১০০ জন নারী প্রতিনিধি যোগদেন।
এই সম্মেলনে নারী নেত্রী ক্লারা প্রতি বছর ৮ মার্চ কে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন। সিদ্ধান্ত হয় ১৯১১ খ্রিস্টাব্দ থেকে নারীদের সম-অধিকার দিবস হিসেবে দিনটি পালিত হবে। ১৯১৪ খ্রিস্টাব্দ থেকে কয়েকটি দেশে ৮ মার্চ পালিত হতে লাগলো। বাংলাদেশও ১৯৭১ খ্রিস্টাব্দে স্বধীনতা লাভের পূর্ব থেকেই এই দিবসটি পালিত হয়। অত:পর ১৯৭৫ খ্রিস্টাব্দে ৮ মার্চ কে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। জাতিসংঘ এই দিবসটি পালনের জন্য বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানায়। এরপর থেকে সারা বিশ্বের সকল দেশে যথাযথ মর্যাদায় পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস।