আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ ইং, ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

ভোলায় স্যাপ-বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ভোলা প্রতিনিধিঃ বুধবার (৬ মার্চ, ২০২৪) প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে স্যাপ বাংলাদেশ এর আয়োজনে বিশ্ব নারী দিবস ২০২৪ পালন করা হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য বিষয় “নারীর সমঅধিকার,সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ।” প্রতি বছর বিশ্বজুড়ে ৮ মার্চ এ দিবসটি পালন করা হয়।
ভোলায় ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে স্যাপ-বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রহমান এর সভাপতিত্বে এ দিবসটি উদযাপন করা হয়। দিনের শুরুতে র‌্যালীর মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, সংগীত, নৃত্য পরিবেশন, একক অভিনয় এবং উপস্থিত প্রশ্নোত্তর পর্বে শিশু প্রতিযোগিরা অংশগ্রহণ করে। নারী দিবসের গুরুত্ব ও তাৎপর্ উপর উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অধিকার করে মোঃ তাহমিদ হোসেন আরাফ। প্রতিটি প্রতিযোগিতায় তিনজন করে মোট ২১ জন শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার, ভোলা। তিনি বক্তব্যে বলেন, শুধুমাত্র অনুষ্ঠান করে একদিনের জন্য নারীদের সম্মান করলেই হবে না। নারী আমাদের কখনো মা, কখনো বোন, কখনো স্ত্রী, কখনো মেয়ে। বছরের প্রতিটি দিনই নারীদের সম্মান দেখাতে হবে। দেশের জনসংখ্যার অর্ধেক নারী, তাই নারীদেরকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। প্রত্যেকটি নারীকে তাদের ক্ষমতায়নের মাধ্যমে উন্নয়নের অংশীদার করতে হবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্যাপ-বাংলাদেশের মনিটরিং ও ইভ্যালুয়েশন কর্মকর্তা মতিউর রহমান খান। অুনষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের সচিব, মোঃ নিয়াজ মোর্শেদ, ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দসহ বিশেষ ব্যক্তিবর্গগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মোঃ রুহুল আমিন টেকনিক্যাল অফিসার লিড, স্যাপ-বাংলাদেশ, ভোলা।

ফেসবুকে লাইক দিন