আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ সোমবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ ইং, ১০ই জিলক্বদ, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

ভারতের কৃষকদের অভিনন্দন জানালেন মমতা

অনলাইন ডেস্ক :
ভারতে বিতর্কিত কৃষি আইন বাতিলের আন্দোলনে সফলতা অর্জন করায় আন্দোলনরত কৃষকদের অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক টুইট বার্তায় এই অভিনন্দন জানান তিনি। কৃষকদের উদ্দেশে মমতা বলেন, ‘আপনারা বিজেপির অমানবিক আচরণের সামনে দাঁড়িয়ে লাগাতার আন্দোলন করেছেন, পিছু হটেননি। এটা তাই পুরোপুরিভাবেই আপনাদের সাফল্য। যাঁরা কাছের মানুষদের হারিয়েছেন, তাঁদের জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। কৃষি আইন বাতিল করায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার কলকাতায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র শুখেন্দু শেখর রায় বলেন, শুধু কৃষি বিল প্রত্যাহার করা নয়, এক বছরের বেশি সময় ধরে কৃষকদের চরম আতঙ্কের মধ্যে রাখার জন্য প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত।উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে আন্দোলনরত কৃষকদের ওপর বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ি চালিয়ে দেওয়া ও গুলির ঘটনায় বেশ কয়েকজন কৃষকের মৃত্যু হয়। এ নিয়েও প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা করা উচিত। অন্যদিকে কৃষি আইন বাতিলের প্রতিক্রিয়ায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কৃষকদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, গণতন্ত্রে বিরোধিতার শক্তি আবার প্রমাণিত হলো।

ফেসবুকে লাইক দিন