খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে নির্বাচন হতে দেওয়া যাবে না: নাজিম উদ্দীন আলম
ভোলা ৪ আসনের সাবেক সংসদ সদস্য, ডাকসুর সাবেক এজিএস আলহাজ্ব নাজিম উদ্দীন আলম বলেন,আমরা এই সমস্ত ভূয়া সংলাপ মানি না,খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না হতে দেওয়া যাবে না। আজ বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে ভোলা পৌর শহরের নলিনী দাস স্কুল মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন ও বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবিতে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।নাজিম উদ্দীন আলম আরও বলেন, বর্তমান সরকার বিভিন্ন নাটকের মাধ্যমে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসা করাটা কারো দয়া নয় এটা তার আইনগত অধিকার। এ দেশের মানুষ জনতার আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে। এই স্বৈরাচার সরকারের পালানোর সময় এসেছে। তারা শীঘ্রই পায়ে হেঁটে ও নদী সাঁতরিয়ে দাদাদের দেশ পালিয়ে যাবে। তাদের দেশ ছাড়া কোথাও তারা জায়গা পাবে না। অতি শীঘ্রই বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।এ সময় জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।