আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শনিবার, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৫ ইং, ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

ঝালকাঠিতে পৃথকস্থানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মোঃ মাছুম বিল্লাহ কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পৃথকস্থানে পানি ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো- উপজেলার বামনকাঠি গ্রামের মো. রফিক হোসেনের ছেলে মো. আব্দুল্লাহ (৬) ও গালুয়া গ্রামের বারেক হোসেনের মেয়ে জামিলা (৬)।
উপজেলার গালুয়া ও বামনকাঠিতে আজ সোমবার দুপুরে এসব ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পরিবারের লোকজনের অগোচরে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হন এ দুই শিশু। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে স্বজনেরা তাঁদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান। ওসি বলেন, খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন