আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

বাংলাদেশ দল ম্যাচ উইনারে ভরা, ওরা বেশ বিপজ্জনক হয়ে উঠে: জশ বাটলার

ক্রিড়া প্রতিবেদক:

ইংল্যান্ড নিজেদের আবারো ফেভারিট প্রমাণে সমর্থ হলো ওয়েস্ট ইন্ডিজকে ৫৫ রানে অলআউট করে। তবে আগামীকাল মাঠে নামতে টাইগারদের বিপক্ষে। দুই দলের পরিসংখ্যান যা-ই বলুক, আজ সংবাদ সম্মেলনে টাইগারদের বেশ সমীহ করে কথা বলতে দেখা গেছে ইংল্যান্ড দলের এই উইকেট কিপারকে।

তিনি বলেন, “আমরা কখনও টি-টোয়েন্টিতে ওদের সঙ্গে খেলিনি। এজন্য চ্যালেঞ্জটাও বেশি থাকবে, আগেই বললাম। ওদের টি-টোয়েন্টিতে খুব ভাল অভিজ্ঞতা আছে। দু-একজন বেশ ভালো টি-টোয়েন্টি ক্রিকেটার”।

“তবে আমরা ওয়ানডেতে ওদের সঙ্গে খেলেছি, জানি ওরা বেশ বিপজ্জনক দল। আমরা বিপক্ষকে নিয়ে যেমন হোমওয়ার্ক করছি তেমনি নিজেদের নিয়েও কাজ করছি। অবশ্যই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা তৈরি।”

বাংলাদেশ দলে রয়েছেন সাকিব আল হাসান, শেখ মেহেদী হাসান আর নাসুম হাসানের মতো স্পিনাররা। এসব ভাবাচ্ছে বাটলারকে, “বাংলাদেশ অবশ্যই স্পিনে হেভি। ওদের বেশ কিছু ভাল স্পিনার আছেন যেমন সাকিব আল হাসান”।

‘সে কিন্তু উইকেট থেকে ভাল সুবিধা আদায় করতে পারে। এখন মোস্তাফিজুরও বাঁহাতি বোলিংয়ে দারুণ। আবার ব্যাটিংয়ে মুশফিক আছে। শুধু তাই নয় ওরা একরকম ম্যাচ উইনারে ভরা।

ফেসবুকে লাইক দিন