আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বৃহস্পতিবার, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ ইং, ৯ই জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

আজ জন্মদিন তোমার — মোঃ হেলাল উদ্দিন

আজ জন্মদিন তোমার — মোঃ হেলাল উদ্দিন
যেই শিশুটি জন্মে ছিল এই দিনে
এক গাঁয়ে নিরানব্বই বছর পূর্বে
ভেবেছিল কি সেই হবে জাতির পিতা
চল্লিশ বছর পরে এই বাংলার বুকে
জেনেছিল কি সেই দেবে স্বাধীনতা
পরাধীন এই বাঙালী জাতিকে।

যেই শিশুটি জন্ম নিয়েছিল এই দিনে
সেই শিশু একদিন হয়ে উঠলো
গরিব দুঃখীর সহায়তার হাত
হয়ে উঠলো নির্যাতিত মানবতা অবতার।

সাহায্য করল, প্রতিবাদ করল
করল সংগ্রাম দিন রাত
জেল জুলুম সহ্য করলো জীবনভর
মুক্ত করল, স্বাধীনতা দিল
দিল এই বাংলাদেশ উপহার।

যেই শিশুটি জন্মেছিল এই দিন
সেই শিশুটি আর কেউ নয়
সেই হলো বাঙালী জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
আজ জন্মদিন তোমার সেই মহান নেতার।

ফেসবুকে লাইক দিন