আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং, ৯ই জিলক্বদ, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

ঝালকাঠিতে সুদের চাপে মুদি ব্যবসায়ীর আত্মহত্যা

মশিউর রহমান রাসেল (ঝালকাঠি প্রতিনিধি) ঝালকাঠিতে সুদের টাকার চাপে আবুল হাসান বিদ্যুৎ তালুকদার (৪৫) নামের এক মুদি ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের কলাবাগান এলাকার একটি ভাড়া বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আবুল হাসান বিদ্যুৎ শহরের সিটি পার্ক এলাকার মৃত ইসমাইল হোসেন তালুকদারের ছেলে। তিনি পেশায় একজন মুদি ব‍্যবসায়ী।
স্থানীয়রা জানান, দরজা বন্ধ দেখে তাকে ডাকা ডাকি করলে কোন সাড়া না দেওয়ায় দরজা ভেঙে ভিতরে ঢুকে ফ‍্যানের সাথে তার দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে থানা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। তার ছেলে ঢাকায় লেখাপড়া করে এরজন্য গত ২২ নভেম্বর স্ত্রী ও মেয়ে ঢাকায় চলে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয়দের অভিযোগ,নিহত বিদ্যুৎতের প্রতিদিন কিস্তি ও সুদের টাকার চাপে আত্মহত্যা ক‍রতে পারে। কিছু দিন আগে এসব বিষয়ে শালিস বৈঠক হয়েছে। এর আগে ওই এলাকার রবিন নামের এক যুবক সুদের টাকার জন্য আত্মহত্যা করেছে। আমাদের এলাকায় ঘরে ঘ‍রে সুদের ব‍্যবসা চলে। এসব সুদখোরদের আইনের আওতায় নেয়ারও দাবি স্থানীয়দের।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার বলেন, আত্মহত্যার খবরটি জানার পরই ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। সদর হাসপাতাল মর্গে মৃতদেহটি রাখা আছে।

ফেসবুকে লাইক দিন