আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ ইং, ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

 

 

ভোলার খবর ডেস্ক :

ভোলায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২২ উদযাপন উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি,ভোলার আয়োজনে এই বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। র‍্যালিটি সকাল ৯.৩০ মিনিটে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা ও দায়রা জজ আদালত কার্যালয় এসে শেষ হয়। পরে উক্ত প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম,পিপিএম,পুলিশ সুপার ভোলা।এসময় পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী স্বল্প সময়ে আমাদের যে ঐতিহাসিক সংবিধান দিয়েছেন সেই সংবিধানেই সকল নাগরিকদের আইনগত সহায়তা পাওয়ার অধিকারটি উল্লেখ্য রয়েছে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিগ্যাল এইড কমিটির মাধ্যমে সকল নাগরিকদের বিনামূল্যে আইনগত সহায়তা প্রদানের ব্যবস্থা করেন। তাই ভোলা জেলা পুলিশও বিনামূল্যে জনগণকে আইনগত সহায়তা প্রদানে জেলা লিগ্যাল এইড কমিটি, ভোলার কার্যক্রমে একাত্মা পোষণ ও সহযোগিতা করে যাবে।এ সময় মোঃ মহসিনুল হক, জেলা ও দায়রা জজ এবং চেয়ারম্যান, জেলা লিগ্যাল এইড কমিটি ভোলা,আবদুল মোমিন টুলু, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন