চলমান তীব্র তাপদাহে সতর্কতায় শ্রমজীবী, পথচারী মানুষের মঝে বিশুদ্ধ পানি ও এনার্জি ড্রিংক বিতরণ
হাবিবুর রহমান মিরাজ (দুলারহাট থানা প্রতিনিধি): বুধবার (১মে) সকাল ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত চরফ্যাসন পৌর মেয়র জনাব মোঃ মোরশেদ মিয়ার সহযোগিতায় পৌর শহরের বিভিন্ন স্থানে যুব রেড ক্রিসেন্ট চরফ্যাসন উপজেলা টিমের বাস্তবায়নে সদর রোড , জনতা রোড ফ্যাসন স্কয়ার, কলেজ রোড সহ বিভিন্ন সড়কে পথচারী, শ্রমজীবী ও তৃষ্ণার্ত মানুষের মাঝে-বিশুদ্ধ খাবার পানি ও এনার্জি ড্রিংক বিতরণ করা হয়।
এবং চরফ্যাসন বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চলমান তীব্র তাপদাহে সতর্কতায়, হিট স্ট্রোকের লক্ষণ সমূহ, জনসচেতনতার লক্ষ্যে প্রচার করা হয়।
এ কার্যক্রমের উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব, জয়নাল আবেদিন আখন, চরফ্যাসন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল ইসলাম ভি.পি ও চরফ্যাসন পৌর মেয়র জনাব মোঃ মোরশেদ।
আরো উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট সোসাইটি চরফ্যাসন উপজেলা টিমের উপ-দলনেতা তরিকুল ইসলাম , ও বিভিন্ন বিভাগীয় প্রধান, উপপ্রধান সহ টিমের অন্যান্য সদস্য বৃন্দু।