আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শুক্রবার, ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৫ ইং, ২২শে জিলহজ্জ, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ঘূর্ণিঝড় শক্তি’র প্রভাবে প্লাবিত মনপুরা উপজেলার শত শত পরিবার।

রিয়াজ উদ্দিন,মনপুরা উপজেলা প্রতিনিধি: ঘূর্ণিঝড় শক্তি’র প্রভাবে মনপুরার মেঘনা উত্তাল হয়ে উঠেছে। ২৯ তারিখ সকাল থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় মনপুরা উপজেলার বিভিন্ন স্থানে ২০ টির মতো গ্রাম প্লাবিত হয়েছে।
মনপুরা (২ নং হাজীরহাট ইউনিয়ন ) : হাজীরহাট ইউনিয়নে বাড়িঘরে জোয়ারের পানি ঢুকে পড়ায় চরম বিপাকে পড়েছে এসব এলাকার হাজার হাজার মানুষ। বসতবাড়ি ও চুলা পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে রান্না করতে পারেনি এসব এলাকার বাসিন্দারা। মনপুরা উপজেলা’র ২ নং হাজীরহাট ইউনিয়নের দাসের হাট এলাকার বাসিন্দা মো: জহির উদ্দিন জানান, তার এলাকায় জোয়ারের চাপে বেড়িবাঁধের বাইরে দুই শতাধিক পরিবার পানিবন্দি রয়েছে। এদিকে অতিরিক্ত জোয়ারের কারণে দাসের হাট এলাকার একটি মসজিদ তলিয়ে গেছে । সরজমিনে গিয়ে বিকাল ৪ টার দিকে দেখা যায়, মেঘনা নদীর তীরবর্তী দাসের হাট,হাজীরহাট লঞ্চ ঘাট, সোনার চরসহ এলাকার শতাধিক ঘরবাড়ি ও দোকান পানির নিচে তলিয়ে রয়েছে।
মনপুরা উপজেলা (২ নং হাজীরহাট ইউনিয়ন জংলার খাল ) : ঘূর্ণিঝড় শক্তি’র প্রভাবে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে মেঘমা নদীতে স্বাভাবিত জোয়ারের চেয়ে দুই-তিন ফুট পানি বৃদ্ধি পাওয়ায় দুই নং হাজীরহাট ইউনিয়নের জংলার খাল বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে জোয়ারের পানি ভেতরে প্রবেশ করে চার গ্রামসহ জংলার খাল ও চরফৈজুদ্দি বন্যানিয়ন্ত্রণ বাঁধের বাইরে আরো ৬-৭ গ্রাম প্লাবিত হয়েছে। পানির তোরে ভেসে গেছে শত শত পুকুরের কোটি টাকার মাছ। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। ভেসে গেছে শত শত বাড়ি ঘর । জংলার খাল গ্রামের বাসিন্দা মো: রফিকুল ইসলাম জানান , পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দুর্নীতির কারণে দায়সারাভাবে বাঁধ নির্মাণ করায় এখন পানির তোড়ে বাঁধ ভেঙে মানুষের কোটি কোটি টাকার বাড়ি ঘর, পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। বৃহস্পতিবার বিকেলে সরেজমিন জংলার খাল স্লুইসগেট এবং বন্যানিয়ন্ত্রণ বাঁধের এলাকা ঘুরে দেখা গেছে, ১৮ হাজার পরিবারের জোয়ার ভাটা এবং বৃষ্টির পানি নিয়ন্ত্রণ এর একমাত্র মাধ্যম স্লুইসগেট। স্লুইসগেট টি’র চারটি দরজার ভিতর একটি দরজা ও নেই যেই কারণে জোয়ারের পানি নিয়ন্ত্রণ করতে পারেনি এলাকাবাসী। সেই কারণে জোয়ারের পানির চাপে বেশে যায় মানুষের ঘর , পুকুরের মাছ, এবং জেলেপল্লির ঘরগুলো পানিতে তলিয়ে গেছে,
চর কলাতলী, ঢাল চর :ঘূর্ণিঝড় শক্তি’র প্রভাবে মনপুরা উপজেলা’র নিম্নাঞ্চলসহ ৫ নং চর কলাতলী ইউনিয়ন এর গুরুত্বপূর্ণ একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এ কারণে পানিবন্দি অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে রয়েছে কলাতলী ইউনিয়ন এর অসংখ্য মানুষ। তাছাড়া কলাতলী’র বেশ কিছু প্রধান সড়কে নদীর পানি উঠে যাওয়ায় পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছে। কলাতলী সাংবাদিকদের তথ্য সূত্রে জানাযায় , আবাসন বাজার, হিন্দু আবাসন বাজার , কবির বাজার,মনির বাজারসহ প্রায় পুরো কলাতলী প্লাবিত হয়েছে। এসব এলাকার বাসিন্দাদের ঘরে পানি উঠে যাওয়ায় তারা ঘরবন্দি রয়েছে। এসব এলাকার গুরুত্বপূর্ণ একাধিক সড়ক চলে গেছে পানির নিচে।

ফেসবুকে লাইক দিন