আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৫ ইং, ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

এসএসসি পরীক্ষা উপলক্ষে মনপুরায় নৌবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা

রিয়াজ উদ্দিন মনপুরা প্রতিনিধি: ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশের অন্যান্য অঞ্চলের মতো ভোলা জেলার দ্বীপ উপজেলা মনপুরায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষার প্রথম দিন থেকেই অপ্রীতিকর যেকোনো ঘটনা এড়াতে মাঠে নেমেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।
উপজেলার দূরবর্তী চরাঞ্চল ও নদীবেষ্টিত এলাকার পরীক্ষাকেন্দ্রগুলোতে বাড়তি গুরুত্ব দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নৌবাহিনীর পাশাপাশি পুলিশের একটি মোবাইল টিম, আনসার সদস্য এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন।
নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিখন বণিক বলেন, “মনপুরা একটি নদীবেষ্টিত উপজেলা। পরীক্ষাকেন্দ্রগুলো অনেক সময় বিচ্ছিন্ন চরাঞ্চলে থাকে। এসব জায়গায় যাতায়াতে নৌপথই প্রধান মাধ্যম। তাই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে। ইতোমধ্যে তারা কেন্দ্রগুলোতে টহল দিচ্ছেন এবং কেন্দ্রের ভেতরে-বাইরে সার্বক্ষণিক অবস্থান করছেন।”
তিনি আরও বলেন, “আমরা পরীক্ষার্থীদের জন্য একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।”
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, “পরীক্ষাকেন্দ্রের চারপাশে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রের ভেতরে প্রবেশাধিকার কেবলমাত্র পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাদের জন্য সীমাবদ্ধ রাখা হয়েছে। যদি কেউ পরীক্ষা চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ বছর মনপুরা উপজেলায় মোট ৭১৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এরমধ্যে ১৯ জন অনুপস্থিত রয়েছে। উপজেলার ৪ টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রেই নেয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।

ফেসবুকে লাইক দিন