আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং, ১৮ই শাবান, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

তজুমদ্দিনে ১০ জেলের আর্থিক জরিমানা

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনের মেঘনায় মা ইলিশ প্রজনন রক্ষার নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ১২ জেলেসহ নৌকা, জাল ও মাছ আটক করেন কোষ্টগার্ডের সহায়তায় মৎস্য অফিসের অভিযান পরিচালনাকারী দল। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০জনকে আর্থিক জরিমানা ও অপ্রাপ্ত বয়সের দুইজনকে মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়। জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়।
মৎস্য অফিস সুত্রে জানা যায়, ভোলা জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী বুধবার (১৬ অক্টোবর) রাত ৯ টা থেকে বৃহস্পতিবার (১৭অক্টোবর) ভোর ৫টা পর্যন্ত মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিনের নেতৃত্বে মৎস্য অফিসের একটি টিম। অভিযান পরিচালনাকারী টিমটি কোষ্টগার্ডের সহযোগীতায় গুরিন্দা মাছ ঘাট ও বাগানের খাল সংলগ্ন মেঘনা নদী থেকে ২টি নৌকা, ৩৫ হাজার মিটার কারেন্টজাল ও ৩০ কেজি মাছসহ ১২ জেলেকে আটক করেন। আটক জেলেরা হলেন, রিয়াজ (২৩), মোঃ জাহিদ (২৭), মোঃ রিয়াজ (২৩), আব্বাস (৩০), মোঃ সুমন (২৩), মোঃ আরিফ (৩০), মোঃ কবির (৩৫), করিম (৩৬) , লোকমান (৩৪) ও মনির (২৯)। আটকদের মধ্যে ১০জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা আর্থিক জরিমানার রায় প্রদান করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ নির্বাহি ম্যাজিষ্ট্রেট শুভ দেবনাথ। অন্যদিকে মোঃ শরিফ (১৬) ও রিয়াজ (১৬) অপ্রাপ্ত বয়সের হওয়ায় মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের নিকট ছেড়ে দেন। আটক নৌকা ২টি মৎস্য অফিসের হেফাজতে রয়েছে। জাল উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথের উপস্থিততে শশীগঞ্জ সুইজঘাট এলাকায় আগুনে পুড়ে ধ্বংস করা হয় এবং মাছ দুস্থ ও এতিমখানায় বিতরণ করেন। তজুমদ্দিনের মেঘনায় গত ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২দিন মা ইলিশের প্রজনন রক্ষার অভিযান চলমান রয়েছে। নিষিদ্ধ সময়ে ইলিশসহ সকল ধরনের মাছ আহরণের উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।

ফেসবুকে লাইক দিন