আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং, ১৮ই শাবান, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ঝালকাঠির রাজাপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

মোঃ মাছুম বিল্লাহ, কাঠারিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে রাতের আঁধারে বাড়ির সকলকে ফ্লিমি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা ও মুখ বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে।
আজ শনিবার (৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের উত্তর কাঠিপাড়া এলাকায় মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইউনুস আলী ডাকুয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা ১৩ ভরি স্বর্ণালংকার,নগদ ৭ লাখ ৫৭ হাজার টাকা ও ৪ টি মোবাইল ফোন হাতিয়ে নিয়ে যায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত আনুমানিক আড়াইটার দিকে ভবনের সামনে ড্রইং রুমের জানালার গ্রীল কেটে ৫/৬ জনের মুখোশ পরা ডাকাত দল ভিতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে তাদের হাত-পা ও মুখ বেধে ফেলে। এ সময় ঘরে থাকা তার দুই ছেলে মামুন ও খুলনায় কর্মরত কাস্টমস অফিসার আবুল বাসার বাদলকে পিটিয়ে আহত করে ডাকাতরা। পরে সবাইকে একটি রুমের মধ্যে আটকে রেখে সব তান্ডব চালিয়ে সমস্ত মালামাল তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে চলে যায় ডাকাত দল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকে লাইক দিন