তোফাজ্জেল হোসেন হত্যার বিচারের দাবিতে বামনায় মশাল মিছিল
মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবীতে বরগুনার বামনায় ছাত্র জনতার আয়োজনে মশাল মিছিল করা হয়েছে।
গত ১৮/০৯/২০২৪ ঢাকা বিশ্ব বিদ্যালয়ে শহিদুল্লাহ মুসলিম হলে বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের তোফাজ্জেল হোসেনকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে শহিদুল্লাহ হলের ছাত্ররা। এই নির্মমভাবে নির্যাতন করে হত্যার প্রতিবাদ করে দোষীদের গ্রেফতার করে বিচারের দাবিতে বরগুনার বামনা উপজেলায় সৈয়দ রাহবার আহসান এর নেতৃত্বে ছাত্র জনতাসহ কলেজ ছাত্রদলের সমন্বয়ে একটি মশাল মিছিল করা হয়েছে। গতকাল ২২/০৯/২০২৪ রোজ রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায় একটি মিছিল বের করে বামনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোলচত্বরে শেষকরেন। এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহিদুল্লাহ মুসলিম হলে বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের তোফাজ্জেল হোসেনকে নৃশংসভাবে হত্যার বিচারের দাবি জানান।