আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী

ভোলা পৌরসভা জামায়াতের সাবেক ছাত্র ভাইদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত।

নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা পৌরসভার উদ্যোগে সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে আয়োজিত সাবেক ছাত্র শিবিরের ভাইদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর আমীর মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং পৌর সেক্রেটারী জনাব মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাষ্টার জাকির হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন পৌর জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য কামাল উদ্দীন, আব্দুল্লাহ আল মামুন। এছাড়া সমাবেশে উপস্থিতি বেলায়েত হোসেন, মোঃ মেহেদী হাসান সুমন, আতাউর রহমান কামাল সহ জেলা ও পৌরসভা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচক বৃন্দ দীর্ঘ প্রায় ১৮ বছর বাংলাদেশের জনগণের উপর জুলুম নির্যাতনের যে শাসন চলেছিল তার অবসান হয়ে ইসলামী আন্দোলনের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে তার জন্য মহান আল্লাহ সুবহানাহু তা’আলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এই অনুকূল পরিবেশ ধরে রেখে ইসলামের জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে ময়দানে সকল কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার উদ্বাত্ত আহ্বান জানান।

ফেসবুকে লাইক দিন