আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বুধবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৪ ইং, ৭ই জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত ১ আহত ৩

মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে বজ্রপাতে একজন ইট বাটা শ্রমিক নিহত হয়, আহত হয় ৩ জন। মৃত শ্রমিকের নাম বাহাদুর (৩৫) তিনি উপজেলার কাচিয়া ইউনিয়ন ০৬ নং ওয়ার্ডে রাকিব ব্রিকস ফিল্ডে ইটবাটা শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। আহতরা হলেন ১) মহাসিন ২) রবিউল ৩) মারুফ। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বাটায় কাজ করার সময় ঝড়ো হাওয়া এবং আকস্মিক বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের ১ জন ঘটনাস্থলে মারা যায়, আহতদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির জানান, ঘটানাস্থল পরিদর্শন করা হয়েছে, সততা পাওয়া গিয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফেসবুকে লাইক দিন