মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজের ফ্রি মেডিকেল ক্যাম্প
ভোলা প্রতিনিধিঃ আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজকের এই দিনে, শহীদদের স্মরণে ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ এর পক্ষ থেকে সকল বীর শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। সকল শহীদদের স্বরণে সকাল ১০.০০ টা থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে সমাজের সর্বস্থরের মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। রোগীদের চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প এর শুভ উদ্ভোধন করেন অত্র কলেজ এর অধ্যক্ষ হাকীম এম. রাজিউর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন, প্রভাষক হাকীম মোঃ মোতাছিম বিল্লাহ, প্রভাষক হাকীম মোঃ মনির হোসেন, প্রভাষক হাকীম মোঃ আবুল কাশেম, প্রভাষক হাকীম মোঃ মহিউদ্দিন, প্রভাষক হাকীম মারজান, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।