লালমোহন থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত

মোঃ ছাইফুল ইসলাম (জিহাদ), লালামোহন ভোলা: পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভোলার লালমোহনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মার্চ ) সকাল ১১টায় লালমোহন থানার আয়োজনে নয়ানী গ্রাম এলাকার সমাজ কল্যান সমিতির মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ বাবুল আখতার। এ সময় লালমোহন থানার অফিসার ইনচার্জ ওসি এস.এম মাহবুব আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, লালমোহন থানার ওসি তদন্ত মোঃ এনায়েত হোসেন ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রায়হান মাসুম, আওয়ামীলীগ নেতা আলমগীর পাটওয়ারী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ জনগণের শত্রু নয় বরং বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। তারা আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।