কাঠালিয়ায় আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন খেলার মাঠ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম
মোঃ মাছুম বিল্লাহ, কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন খেলার মাঠ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। রোববার (১০ মার্চ) দুপুরে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের জোড়াপুল আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন খেলার মাঠ ‘প্রান্তর’ ও উপজেলা পরিষদ সংলগ্ন অফিসার্স ক্লাবের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন। এসময় ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল, রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতিহা ইয়াসমীন, চেঁচরী রামপুর ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দারা উপস্থিত ছিলেন।