বামনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বামনায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সুলতানা নাদিরা এমপি সংসদ সদস্য বরগুনা -২, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুমি খানম, উপজেলা পরিষদ চত্বর থেকে প্রথমে একটি র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।