ভোলায় বঙ্গবন্ধু শিশু কিশোর পদক-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ভোলা প্রতিনিধিঃ ভোলায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, ভোলা জেলা শাখার উদ্যোগে শিশু কিশোর পদক-২০২৪ এর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
২রা মার্চ বাংলা স্কুল মিলনায়তনে শতাধিক প্রতিযোগি বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। তাদের থেকে যোগ্যতম প্রতিযোগিদের বাছাই করা হয়। বৃহস্পতিবার ৭ই মার্চ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ভোলা শাখার সভাপতি, খাদিজা আকতার স্বপ্নার সভাপতিত্বে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও বাছাইকৃত প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, তিনি বলেন, বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণেই প্রকৃত স্বাধীনতার ঘোষণা দেয়া হয়। তাই ৭ই মার্চের ভাষণকে শুধু বক্তব্য ও অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে এই ভাষণকে স্মরণ করে বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে লালন ও ধারণ করতে হবে। এক মুজিব লোকান্তেরে গেলেও লক্ষ মুজিব ঘরে ঘরে তৈরি করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হবে। তিনি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ভোলা শাখার সভাপতি, বাংলাবাজর ফাতেমা খানম কলেজের প্রভাষক ও ইতিহাস বিভাগের চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য খাদিজা আকতার স্বপ্নার নিকট তার ব্যক্তিগত তহবিল থেকে শুভেচ্ছা অর্থ প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, নজরুল ইসলাম গোলদার, প্যানেল চেয়ারম্যান, জেলা পরিষদ, ভোলা, আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ভোলা, মুহাম্মদ আখতার হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অ.দা), ভোলা, আবিদুল আলম আবিদ, সাবেক সভাপতি, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, ভোলা জেলা শাখা, বিশিষ্ট্য উপস্থাপক ও সংগীত শিল্পী, তালহা তালুকদার বাধন। এছাড়া উপস্থিত ছিলেন, বিশিষ্ট্য সাংস্কৃতি কর্মী বাংলাবাজার ফাতেমা খানম কলেজের বাংলা বিভাগের প্রভোষক রেহানা ফেরদৌস, অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণ দেন ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শিশু বঙ্গবন্ধু মোঃ তাহমিদ হোসেন আরাফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, ভোলা জেলা শাখার সভাপতি, আদিল হোসেন তপু। উনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক ও সংস্কৃতি কর্মী ইভান তালুকদার। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শিশু কিশোর পদক-২০২৪ উপলক্ষে আয়োজিত বিজয়ী এবং অংশগ্রহণকৃত সকল প্রতিযোগিদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।