তানিয়া ফোরকানের “অতৃপ্ত ভালবাসা” একুশে বই মেলায় প্রকাশিত
মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ অমর একুশে বই মেলা ২০২৪ এ লেখক বগুড়াই কন্যা, বরগুনার পুত্র বধু তানিয়া ফোরকান এর উপন্যাস “অতৃপ্ত ভালবাসা” গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত ছড়াকার আসলাম সানি, কবি ও সাবেক অতিরিক্ত সচিব জনাব অসিত কুমার মুকুট মনি , কবি ও দৈনিক আজ কাল সংবাদের ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক আতিক আজিজ, জয়বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি কবি ও গবেষক গোবিন্দ লাল সরকার, সাধারণ সম্পাদক কবি টিটু বাহার, কবি ফারুক প্রধান, কবি পারভীন আমিন, কবি বিজন বনিক, প্রচ্ছদ শিল্পী গোলাম সাকলায়েন, শুভাকাঙ্খী শাহীন সিকদার, লেখক তানিয়া ফোরকান, সমাজ সেবক ও সেতু বন্ধনের নির্বাহী পরিচালক মোঃ ফোরকান হোসেন।
লেখিকা তার “অতৃপ্ত ভালোবাসায়,, সামাজিক কুসংস্কার, দারিদ্র্যের নিষ্ঠুর করাঘাত, নারীর প্রতি বৈষম্য, ধর্মীয় বিভেদ, বহু বিবাহ, অপরিকল্পিত পরিবার, সামাজিক অন্যায় অত্যাচার ফুটিয়ে তোলেন।
লেখিকা দেশের উত্তর অঞ্চল বগুড়ায় ১৯৯০ সালে জন্ম গ্রহন করেন, কিন্তু বৈবাহিক সূত্রে দক্ষিণের জেলা বিষখালীর কোল ঘেসে বরগুনার বামনার প্রত্যান্ত গ্রামাঞ্জল রামনায় তার বসবাস। লেখা লেখি যেন তার ছোট বেলা থেকেই। তার প্রথম গল্পগ্রন্থ ” মেয়েটি গোলাপের মত সুন্দর ” প্রকাশিত হয়েছে একুশে বই মেলায় ২০১৯ সালে, এবং ২০২০ সালে প্রকাশিত হয় ” নীল বেদনার পাখি ” তার এই গ্রন্থগুলো পাঠক প্রিয় হয়ে উঠেছে বেশ।