ভোলায় আলোচিত পাসপোর্ট অফিসের দালাল গ্রেফতার
অনলাইন ডেস্ক :
অদ্য ০৯ এপ্রিল ২০২২ তারিখ মোঃ আঃ রহমান (৪৮) পিতা-মৃত আলী হোসেন, সাং-চর বাপ্তা, ০৯ নং ওয়ার্ড, বাপ্তা ইউনিয়ন, থানাঃ ভোলা সদর, জেলাঃ ভোলা কে গ্রেফতার করেছে ভোলা সদর থানা পুলিশ।
তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগসহ পাসপোর্ট সংক্রান্ত প্রতারণা, দালালী, নাগরিক হয়রানী এবং অর্থ আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গিয়েছে। ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে কনফেকশনারী দোকান ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত বিভিন্ন রকম প্রতারণামূলক কাজের সাথে জড়িত ছিল মর্মে জানা যায় ।
তার বিরুদ্ধে কোন ব্যক্তির প্রতারণা বা অন্য কোন অভিযোগ থাকলে ভোলা সদর থানায় অভিযোগ দায়ের করার জন্য অনুরোধ করা হইল।
এছাড়াও ভবিষ্যতে উক্ত প্রতারক কিংবা একই ধরনের প্রতারণার সাথে জড়িত কোন প্রতারকের দ্বারা কেউ যেন পাসপোর্ট সংক্রান্ত বা অন্য কোন বিষয়ে লেনদেন করতে ভোলাবাসীকে সতর্ক হতে অনুরোধ করেছেন পুলিশ সুপার, ভোলা জেলা।