আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং, ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

ব্যাটিং অর্ডারে ‘প্রমোশনের’ অপেক্ষায় মিরাজ

মেহেদী হাসান মিরাজের আবির্ভাব ঘটেছিল অলরাউন্ডার হিসেবে। যদিও বোলার সত্তার যেভাবে বিকাশ ঘটেছে, সেভাবে নিজেকে ব্যাটার হিসেবে পরিস্ফুটিত করতে পারেননি। তবে ব্যাটার মিরাজ যে হারিয়ে যাননি, তার জ্বলন্ত প্রমাণ সর্বশেষ আফগানিস্তান সিরিজ।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিশ্চিত হারের মুখে ব্যাট হাতে ত্রাতা হয়ে ওঠেন মিরাজ। ৪৫ রানে ৬ উইকেটের পতনের পর আট নম্বর ব্যাটার হিসেবে নেমে খেলেন ৮১ রানের ইনিংস, ১২০ বলের মোকাবেলায়। রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমানদের মত বোলারদের সামনে অপরাজিত থেকে নিশ্চিত করেন দলের জয়।

২৪ বছর বয়সী এই অলরাউন্ডার তাই ব্যাট হাতে দলে অবদান রাখতে মুখিয়ে আছেন। সেক্ষেত্রে তার আশা, ভালো করতে করতেই একসময় উত্থান ঘটবে ব্যাটিং অর্ডারে, অবদান রাখবেন নিয়মিত।

মিরাজ বলেন, ‘যখন যতটুকু সুযোগ আসবে, কাজে লাগানোর চেষ্টা করব। ব্যাটিং সেরকম সুযোগ পাই না। দলে যতটা অবদান রাখা যায় সেই চেষ্টা করব। আমি যদি ২৫-৩০ রানও করতে পারি, দলের জন্য অনেক ভালো হবে। সামনে অনেক সময় আসবে, সুযোগ আসবে। তখন হয়ত ওপরে ব্যাটিং করার সুযোগ হবে।’

দক্ষিণ আফ্রিকা উড়াল দেওয়ার আগে মিরাজের আশা, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলে জয় নিয়ে ফিরবে টাইগাররা। মিরাজ বলেন, ‘আমরা সাধ্যমত খেলার চেষ্টা করব। আমাদের দলের সবার সামর্থ্য আছে ভালো খেলার। অবশ্যই জেতার চেষ্টা করব। সেভাবেই প্রস্তুতি নিব এবং মাঠে নামব।’

ফেসবুকে লাইক দিন