আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং, ১৮ই শাবান, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

আগামী ২৮ মার্চ সারাদেশে হরতাল!

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আন্দোলন কর্মসূচি পালন করবে বাম গণতান্ত্রিক জোট। এসব কর্মসূচির মধ্যে আগামী ২৮ মার্চ সারাদেশে হরতাল কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে জোটটি। আগামীকাল (শুক্রবার) বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করবে সংগঠনগুলো। বৃহস্পতিবার (১০ মার্চ) বিকালে জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণমাধ্যমকে হরতাল ডাকের বিষয়টি নিশ্চিত করেছেন।সূত্র বলেছে, হরতালের আগে বিক্ষোভ সমাবেশ ও ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হতে পারে। বাম গণতান্ত্রিক জোটের এই কর্মসূচিতে বাম প্রগতিশীল রাজনৈতিক দলগুলোসহ অন্যান্য দলের সমর্থন থাকতে পারে। বাম গণতান্ত্রিক জোটের রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান জানিয়েছেন, কর্মসূচি ঘোষণা করতে বাম গণতান্ত্রিক জোট শুক্রবার বেলা ১১টায় পুরানা পল্টনে মুক্তি ভবনের প্রগতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করবে। সেখানেই কর্মসূচির বিস্তারিত জানানো হবে। রাজধানীর পুরানা পল্টনে সিপিবি অফিসের মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।বাম সংগঠনগুলোর নেতারা বলছেন, ‘নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানুষ নিদারুণ অর্থ ও খাদ্য সংকটে আছে। এমন বাস্তবতায় তারা হরতালের সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছেন। দলমত নির্বিশেষে সবাই এ কর্মসূচিতে অংশ নেবে।’ সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক সাইফুল হকসহ অন্য দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

ফেসবুকে লাইক দিন