ব্রাজিলের দায়িত্ব ছাড়বেন তিতে
ব্রাজিল দলের নেতৃত্বে আর থাকছেন না দেশটির জাতীয় ফুটবল দলের কোচ অ্যাডেনর লিওনার্দো বাচ্চি (তিতে)। তবে চলতি বছর কাতারে অনুষ্ঠিত ২০২২ ফুটবল বিশ্বকাপে কোচের দায়িত্ব পালন করবেন ৬০ বছর বয়সী টিটে।
স্পোর্ট টিভিকে তিতে বলেন, আমি বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত আছি। আমার এখানে মিথ্যা বলার কোনো কারণ নেই। আমি কোনোভাবেই জিততে চাই না। আমি আমার ক্যারিয়ারে সবকিছুই জিতেছি, একমাত্র বিশ্বকাপই হারিয়ে গেছে।
২০১৬ সালের জুনে জাতীয় ফুটবল দলের সাবেক কোচ দুঙ্গার স্থলাভিষিক্ত হন তিনি। ব্রাজিলকে ২০১৮ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিয়ে যান তিতে। কিন্তু সেখানে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে যায় ব্রাজিল।
তিতের অধীনে, ব্রাজিল ২০১৯ সালে কোপা আমেরিকা জিতেছিলো এবং ২০২০ সালের কোপা সংস্করণে রানার্স আপ হয়েছিলো।
এদিকে কাতার বিশ্বকাপের বাছাই পর্বের ১৫টির মধ্যে ১২টি ম্যাচ জিতেছে ব্রাজিল এবং তিনটিতে ড্র করেছে নেইমাররা।
জাতীয় দলের কোচ হওয়ার আগে গ্রেমিও, অ্যাটলেটিকো মিনেইরো এবং পালমেইরাস, সেইসাথে সংযুক্ত আরব আমিরাতের আল-আইন এবং আল-ওয়াহদাসহ ব্রাজিলের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর দায়িত্ব পালন করেছিলেন তিনি।