আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বুধবার, ১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৪ ইং, ১১ই রবিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলা সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মেসকাত আহাম্মেদ (ভোলা কলেজ প্রতিনিধি)

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভোলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ ভোলা সরকারি কলেজে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

সোমবার (২১ শে ফেব্রুয়ারি) রাত ১২.০১ মিনিটে ভোলা সরকারি কলেজ প্রাঙ্গণের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচীর সূচনা ঘটে। এরপর সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলনের মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান উদযাপন শুরু হয়। এরপর কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায়, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর এনায়েত উল্লাহ ও শিক্ষক পরিষদের সম্পাদক, মোহাম্মদ উল্লাহ। আরও উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. ফিরোজ সরদার, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মো.মাহাবুব আলম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান ও প্রভাষক মো. রিয়াজ উদ্দিন, আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক আব্দুল্লাহ আল-আমিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা ৫২’র ভাষা আন্দোলনের ইতিহাসের পাশাপাশি সর্বক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন।

এসময় শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন