বাংলাদেশ দলকে সাকিবের শুভেচ্ছা
নিউজিল্যান্ড সিরিজে সাকিব আল হাসান দলের সাথে নেই, পারিবারিক কারণে বিশ্বসেরা অলরাউন্ডার যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই দেখেছেন বাংলাদেশকে নতুন ইতিহাস গড়তে, সতীর্থদের উল্লাসটাও। যেই জয় ছুঁয়ে গেছে কোটি কোটি সমর্থককে, সেই জয় বিশ্বসেরা অলরাউন্ডারের হৃদয়টাও স্পর্শ করবে না তা কি হয়? ম্যাচ শেষ হতেই সাকিবের টুইট, শুভেচ্ছা জানিয়েছেন দলের সাথে থাকা প্রত্যেককেই।
“কি দুর্দান্তভাবেই না নতুন বছরের শুরুটা হলো! বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক, সকল খেলোয়াড় এবং কোচিং স্টাফকে শুভেচ্ছা”- টুইটারে সাকিব
WHAT A WAY TO START THE YEAR FOR BANGLADESH CRICKET. BIG CONGRATULATIONS TO THE CAPTAIN, PLAYERS AND COACHING STUFF. 🎊🎊🎊🎊
— SHAKIB AL HASAN (@SAH75OFFICIAL) JANUARY 5, 2022
পাকিস্তানের বিপক্ষে ভরাডুবির পর কে ভেবেছিল নিউজিল্যান্ডে গিয়ে জিতবে বাংলাদেশ! তাও আবার তাদেরই মাটিতে! ম্যাচ শেষে ম্যাচসেরা ইবাদত বলেছেন তৈরী করতে চেয়েছিলেন একটা উদাহরণ, এবং তারা সফলও হয়েছেন। ভক্ত-সমর্থকদের এনে দিয়েছেন আনন্দে মেতে ওঠার মতো মুহুর্ত।