আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৪ ইং, ১২ই জিলক্বদ, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

ভোলার দৌলতখানে ট্রাকচাপায় প্রাণ গেল বিজিবি কর্মকর্তার

ভোলার খবর ডেস্ক:
আজ সকালে ভোলার দৌলতখানে ট্রাকের চাপায় আবদুল খালেক (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক বিজিবি কর্মকর্তা নিহত হয়েছেন।আজ বুধবার ২২ ডিসেম্বর সকাল ১০টার দিকে বাংলাবাজার-দৌলতখান সড়কের নইমুদ্দি মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জানা যায়, নিহত খালেক চরখলিফা ইউনিয়নের বাসিন্দা।এদিকে স্থানীয়রা জানান, সকালে আবদুল খালেক বাজার করার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ওই সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাক একে অপরকে সাইড দিতে গিয়ে পথচারী খালেককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।এ ব্যাপারে দৌলতখান থানার ভারপ্রাপ্ত (ওসি) বজলার রহমান বলেন, পুলিশ ঘাতক ট্রাক আটক করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।আরও পড়ুন=আজ বুধবার বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে তৌহিদ হৃদয় গড়েছেন ডাবল সেঞ্চুরির এই কীর্তি। কিন্তু, হৃদয়ের জীবনে এই মাঠের ভূমিকাটা বুঝতে হলে পিছিয়ে যেতে হবে আরও কয়েক বছর! গত ২০১৯ সালের শেষের দিকে চট্টগ্রামে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ম্যাচ ভেসে গেল বৃষ্টিতে, দ্বিতীয় ম্যাচ থেকে শুরু হৃদয়ের রুপকথার। ৮২* রানের অপরাজিত ইনিংস খেলে দলকে এনে দিলেন ৫ উইকেটের জয়।এরপরের টানা তিন ম্যাচে যা করেছেন তা বয়সভিত্তিক ক্রিকেটে করতে পারেনি আর কেউই। ১২৩*, ১১৫ আর ১১১ রানে করে ফেললেন সেঞ্চুরির হ্যাটট্রিক! চার ম্যাচে সংগ্রহ ৪৩১ রান, গড় ২১৫!এদিকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী ঘুরে আবারও সেই চট্টগ্রামে তৌহিদ হৃদয়! ফার্সট ক্লাস ক্রিকেটে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংসটিও খেলেছিলেন এই চট্টগ্রামেই। শেষ ছয় ইনিংসে আছে চার অর্ধশতক; ৪৪ গড়ে রান ২৬২। কিন্তু,অর্ধশতকটাকে কোনোভাবেই শতকে পরিণত করতে পারছিলেন না যুব বিশ্বকাপজয়ী এই খেলোয়াড়।সানজামুল ইসলামকে টানা দুই বলে এক চার এবং এক ছয় হাঁকিয়ে পূরণ করেছিলেন একশো, তবে নিজের দুইশো পূরণ করতে নিয়েছেন সময়। প্রথমবার দারুণ এক মাইলফলকের সামনে দাড়িয়ে বলেই হয়তো নার্ভাসনেসটা চোখে পড়লো সহজেই।কিছুটা অস্বস্তিবোধ হচ্ছিল বৈ কি! সেজন্যই হয়তো রান নিতে ওমন তাড়াহুরো! একটু এদিক ওদিক হলেই নার্ভাস নাইনটিজেই হতে পারতেন দুইবার রানআউট! তাতে কি? হৃদয় ঠিকই তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি, নিয়েছেন স্বস্তির নিঃশ্বাস।

ফেসবুকে লাইক দিন