আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ ইং, ২৪শে রজব, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ঢাকাস্থ ভোলা সমিতির উদ্যোগে ১৭ জোড়া বর-কনের শুভ বিবাহ অনুষ্ঠিত

ভোলার খবর ডেস্কঃ-
ঢাকাস্থ ভোলা সমিতি ঢাকার উদ্যোগে ১৭ জোড়া বর-কনের শুভ বিবাহ অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর শনিবার দুপুরে সামারাই কনভেনশন সেন্ট্রারে ঢাকাস্থ ভোলা সমিতির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও বিবাহ সহায়তা প্রকল্পের আওতায় ভোলা জেলার এতিম, গরিব অসহায় ১৭ জোড়া বর-কনের বিবাহ সম্পন্ন করেছে।
বর-কনেদের আশীর্বাদ জানাতে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আযম মুকুল এমপি, বিবিএস ক্যাবলস এর চেয়ারম্যান সিআইপি ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার, সাবেক সচিব আবুল কালাম আজাদ, ভোলা সমিতির সভাপতি মোঃ মাকসুদ হেলালী, সাধারণ সম্পাদক মোঃ সহিদুল হক মুকুল, বিবাহ সহায়তা প্রকল্পের সমন্বয়ক এবিএম মামুন অর রশিদ, প্রকৌশলী এটিএম মহিউদ্দিন ফারুক, প্রকল্পের আহ্বায়ক এম,ইউ, গোলাম রসুল বেলাল, সদস্য সচিব এস এম মনিরুজ্জামন লিটন, বিবাহ প্রকল্পের সদস্য ও লালমোহন ফাউন্ডেশনের আহব্বায়ক প্রফেসর হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামাল, ঢাকা উত্তর আঞ্চলিক কমিটির চেয়ারম্যান বিশিস্ট ব্যাবসায়ী সেলিম খান, সদস্য ও মিডিয়া কমিটির আহব্বায়ক এমদাদুল হাসান রাফেজ, সদস্য সচিব মোসলেউদ্দিন রিফাত, সদস্য মোহাম্দদ আলী সবুজ, সদস্য রাহাত সহ ভোলা জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন