ক্যাডেট কেয়ার ভোলা ক্যাম্পাসের মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, প্রথম হয়েছে জাইসুর রহমান

ভোলার খবর ডেস্ক: শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪ তারিখ ক্যাডেট কেয়ার ভোলা ক্যাম্পসের মেধা বৃত্তি পরীক্ষা-২০২৪ ফলাফল প্রকাশ করা হয়।
১৩ ও ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখ মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভেন্যুতে ক্যাডেট কেয়ার ভোলা ক্যাম্পাস কর্তৃক বাংলা ও ইংরেজী ১০০ মার্ক এবং গণিত ও সাধারণ জ্ঞান ১০০ মার্কের মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষায় ভোলার বিভিন্ন উপজেলা থেকে তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৮৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। মেধা তালিকায় প্রথম হয় মোঃ জাইসুর রহমান, পৌর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সে প্রথম পুরস্কার হিসেবে ল্যাপটপ এর জন্য নির্বাচিত হয়। মেধা তালিকায় দ্বিতীয় ও তৃতীয় হয় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ মাহি, এবং মোঃ জাবের হোসেন।
এছাড়া ১০ জন এক হাজার (১০০০) টাকা মেধাবৃত্তি এবং ২০ জন পাঁচশত (৫০০) টাকা মেধাবৃত্তি প্রাপ্ত হয়। ৫২ জন শিক্ষার্থী শুধুমাত্র ভর্তির জন্য উত্তীর্ণ হয়। উত্তীর্ণ শিক্ষার্থীবৃন্দ ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে ভর্তি হতে পারবেন। পহেলা জানুয়ারী ২০২৫ থেকে ক্লাস শুরু হবে।