লজ্জার রেকর্ডে সবার উপরে মোস্তাফিজ
অনলাইন ডেস্ক :
এমন অনাকাঙ্ক্ষিত রেকর্ড কেউ চায় না। কিন্তু কপালে জুটে যায়। যেমনটা মোস্তাফিজের ক্ষেত্রে। বাংলাদেশের তারকা এই পেসার চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি রেকর্ড গড়েছেন। আর তা অনেকটা লজ্জার। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ছক্কা হজম করার রেকর্ড এখন মোস্তাফিজের দখলে।২০০৭ বিশ্বকাপে ৯টি ছক্কা হজম করেছিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেস বোলার ও বর্তমান পাকিস্তান বোলিং কোচ ভারনন ফিলান্ডার। এত দিন পর্যন্ত সেটাই ছিল সর্বোচ্চ। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হেরে যাওয়া ম্যাচে ফিলান্ডারকে ছাপিয়ে গেছেন মোস্তাফিজ। এই ম্যাচে বল হাতে ৪ ওভারে তিনি রান দিয়েছেন ৪৩। উইকেট পেয়েছেন দুটি। তবে ছক্কা হজম করেছেন তিনটি, তাও ম্যাচের শেষ ওভারে। চারও হজম করেছেন তিনটি।চলতি বিশ্বকাপে শুক্রবারের ম্যাচের আগে মোস্তাফিজের ছক্কা হজমের সংখ্যাটা ছিল ৭টি। তা বেড়ে এখন ১০টি। ছাপিয়ে গেছেন ফিলান্ডারকে। ফিলান্ডার ছাড়াও এক বিশ্বকাপে ৯ ছক্কা হজম করার রেকর্ড আছে বাংলাদেশের আল আমিন হোসেন, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল এবং স্কটল্যান্ডের ব্র্যাড হুইল।