আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

এবার নিউজিল্যান্ডের কাছে উড়ে গেল ভারত

খেলাধুলা ডেস্ক প্রকাশিত:

সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে পরাজয় বরণ করেছে ভারত। রোববার দিনের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড তাদের বিপক্ষে ৮ উইকেটে জয় তুলে নেয়েছে। এর আগে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান কোহলিদের ১০ উইকেটে হারিয়েছিল। তবে এবার কিউরা ৮ উইকেটে জয় তুলে নিয়েছে। রোবারের ম্যাচে প্রথমে ব্যাটিং করে ভারত ১১০ রান তুলে নেয়।তা টপকাতে নেমে কেবল দুটি উইকেট হারায় নিউজিল্যান্ড। আজ মুখোমুখির আগে দুই দলই নিজেদের প্রথম ম্যাচটা হেরেছে। শেষ চারের আশাটা সমীকরণের বেড়াজালে যেন আটকে না যায়, সে লক্ষ্যেই আজ জয় চাই ভারত আর নিউজিল্যান্ডের। এমন এক লড়াইয়ে ভারতকে চড়ে বসতে দেয়নি নিউজিল্যান্ড। বেঁধে রেখেছে ১১০ রানেই। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে হাসিটা হাসেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। টস জিতে নিউজিল্যান্ড ভারতকে আমন্ত্রণ জানিয়েছিলেন ব্যাটিংয়ের। অধিনায়কের সিদ্ধান্তটা যে ভুল কিছু ছিল না, তারই যেন প্রমাণ দিয়েছেন কিউই বোলাররা। শুরুটা হয় ঈশান কিষানকে দিয়ে। আগের ম্যাচে অনেক আলোচনা হয়েছিল তার দলে না থাকা নিয়ে। সেই কিষান আজ দলে ঢুকেছিলেন চোট পাওয়া সূর্যকুমার যাদবের বদলি হয়ে। ম্যাচে মোটেও আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। ৮ বল খেলে চার রান করে ফিরেছেন বোল্টের শিকার হয়ে। পাওয়ার প্লের শেষ ওভারে লোকেশ রাহুল বিদায় নেন টিম সাউদিকে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে। রোহিত শর্মা ১ রানেই বিদায় নিতে পারতেন, কিন্তু ডিপ ফাইন লেগে তার ক্যাচটা তালুবন্দি করতে পারেনি নিউজিল্যান্ড। তবে তার সেই ‘জীবন’ পাওয়া খুব একটা কাজে দেয়নি ভারতের। ফেরেন পাওয়ারপ্লে শেষেই। ইনিংসের ১১তম ওভারে বিদায় নেন কোহলি। অর্ধেক ওভার শেষ না করতেই ভারত হারায় তাদের চতুর্থ উইকেট। সেই যে ধাক্কাটা লাগলো ভারতীয় শিবিরে, দলটা তা আর কাটিয়েই উঠতে পারল না। ১৫তম ওভারে বিদায় নিলেন ঋষভ পান্ত। ১৯তম ওভারে যখন হার্দিক পান্ডিয়া আর শার্দুল ঠাকুর বিদায় নিলেন, তখন শতরান নিয়েই টানাটানি ছিল ভারতের। রবীন্দ্র জাদেজার ১৯ বলে ২৬ রানের ইনিংসে সে শঙ্কা কাটিয়েছে দলটি। তবে নিউজিল্যান্ডকে আর বড় লক্ষ্য ছুঁড়ে দিতে পারেননি কোহলিরা। ইনিংস শেষ হয়েছে সাত উইকেট হারিয়ে ১১০ রান তুলে। তাতে জয়ের জন্য কিউইদের সামনে লক্ষ্যটা পড়ে ১১১ রানের।

ফেসবুকে লাইক দিন