আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শুক্রবার, ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৫ ইং, ২২শে জিলহজ্জ, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

মোঃ সাইফুল ইসলাম আকাশ: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ৩ দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন কার্যক্রম শুরু করা হয়েছে। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্য সামনে রেখে ৩ দিনব্যাপী এই ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে।
(২৫ মে) রোববার সকাল ৯টায় উপজেলা সহকারী কমিশনের (ভূমি) এর কার্যালয় চত্বরে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলা শুভ উদ্বোধন করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা,ভূমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরেন,নিয়মিত খাজনা পরিশোধের গুরুত্ব এবং অনলাইন ভূমি সেবা গ্রহণের নানা সুযোগ সুবিধার কথা উল্লেখ করেও বক্তব্য রাখেন তিনি। সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান,ভূমি সেবায় আধুনিক উপকরণ ও ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার নিয়ে আলোচনা করেন। তিনি বলেন,জনগণকে সেবা প্রদানের জন্য বর্তমানে এসিল্যান্ড কর্তৃক সরাসরি শতভাগ শুনানির মাধ্যমে নামজারি সহ যাবতীয় সেবা সরবরাহ করা হয়। যাতে জনগণ প্রতারক চক্র/ দালালের নিকট হয়রানির শিকার না হয়।
এছাড়া সপ্তাহের প্রতি বৃহস্পতিবার “জনগণের কাছে এসিল্যাণ্ডের জবাব” ও অনস্পট সমস্যার সমাধান দেওয়া হয়,ভূমি প্রতিটি মানুষের ঠিকানা। যে ঠিকানায় বেড়ে উঠুক পরিবেশ রক্ষাকারী গাছ। এ ধারণা থেকে ধরিত্রী রক্ষা কর্ণার স্থাপন করে সেখান থেকে ভূমি সেবা গ্রহণকারীকে সামর্থ্য অনুযায়ী একটি বীজ বা বৃক্ষ প্রদান করা হয়।
সেবায় গতিশীলতা আনয়নে রেকর্ডপত্র আপডেট সহ বছর অনুযায়ী সাজানো হয়েছে এবং অফিস সময়ে সেবা প্রার্থীকে একজন কর্মকর্তাকে দিয়ে তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে পরামর্শ প্রদান করা হয়।
এদিকে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে বোরহান উদ্দিন উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে জনগণকে,ফ্রি – তে ভূমি উন্নয়ন করের আবেদন এবং নাগরিক অনলাইনে তাৎক্ষণিক টাকা পরিশোধ করলে ভূমি উন্নয়ন করের রশিদ প্রিন্ট করে সরবরাহ করা হবে, কাগজপত্র সঠিক থাকলে তাৎক্ষণিক ই-নামজারি নিষ্পন্ন করা হবে,যেকোনো সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধান বা পরামর্শ দেয়া হবে, ভিপি ও চান্দিনা ভিটি নবায়ন আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করা হবে,জনগণকে ভূমি বিষয়ে অবহিত করা হবে ও তাদের কোনো জিজ্ঞাসা থাকলে পরামর্শ প্রদান করা হবে। সেবা প্রার্থী বা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণের মতামত রেজিস্টারে লিপিবদ্ধ করা হবে বলে জানান তিনি। আয়োজিত এই মেলায় অংশগ্রহণ করেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষার্থী, রোভার স্কাউট সদস্যবৃন্দ ও সাধারণ জনগণ। এছাড়াও মেলায় আগত ছাত্র-ছাত্রীদের মাঝে ভূমি বিষয়ক তথ্য পৌছে দিতে লার্নিং সেশন নেয়া হয় এবং শেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ফিডব্যাক নেয়া হয় এবং সকলের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন