বোরহানউদ্দিনে ইউপিএস মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী-২০২৫ এর বিদায় ও দোয়া অনুষ্ঠান

বোরহানউদ্দিন প্রতিনিধি: রবিবার ৬ এপ্রিল উপজেলা প্রশাসন স্কুল ইউপিএস বোরহানউদ্দিন এর উদ্যোগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বোরহানউদ্দিন ও বিদ্যালযয়ের সভাপতি জনাব মোঃ রায়হান-উজ্জামান।
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তোমাদের সামনে রয়েছে জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। সততা, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে সফলতা অবশ্যই আসবে।” তিনি শিক্ষার্থীদের সুস্থ, নিরাপদ ও মনোযোগীভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ মো.তরিকুল ইসলাম, সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে শিক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে করা হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এবং শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখে।