আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ ইং, ২৪শে রজব, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

বামনায় ট্রলিচাপায় শিক্ষার্থী মৃত্যু, বিচারের দাবিতে মানববন্ধন

মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বামনায় বার্ষিক পরীক্ষা শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রলিচাপায় ৭ম শ্রেণির শিক্ষার্থী আজমীরা আক্তার মীম (১২) নিহত হওয়ার ঘটনায় চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে মানববন্ধন করেছে বরগুনা জেলা নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)।
শুক্রবার সকালে উপজেলার ডৌয়াতলা বাজারে পাথরঘাটা-ঢাকা মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী চলে এ মানববন্ধন। এতে নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃবৃন্দসহ জাফ্রাখালী মাধ্যমিক বিদ্যালয় ও হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। বরগুনা জেলা নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) সভাপতি সোহেল তানভিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, ডৌয়তলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, শিক্ষক হাফিজুর রহমান, বাংলাদেশ জামায়েত ইসলামীর বামনা উপজেলা সেক্রেটারি সাইফুল্লাহ মুনসুর, ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রাশেদ খান মামুনসহ দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ফেসবুকে লাইক দিন