আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ সোমবার, ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জুন, ২০২৫ ইং, ২৫শে জিলহজ্জ, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগী সংস্থাসমুহের মতবিনিময়

ভোলার খবর ডেস্ক: ১৪ নভেম্বর বৃহস্পতিবার ভোলা সার্কিট হাউসের কনফারেন্স রুমে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর ভোলা জেলায় কর্মরত সহযোগী সংস্থাসূমহের প্রধানগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা প্রশাসক জনাব মোঃ আজাদ জাহান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব মোঃ রেজাউল আহসান। মতবিনিময় সভায় ভোলা জেলায় কর্মরত সানের নির্বাহী পরিচালক মোঃ বিল্লাল হোসেন জুয়েল, উশিক এর নির্বাহী পরিচালক আব্দুস সালাম, এসডব্লিউর নির্বাহী পরিচালক আবু জাফর মোঃ ছালেহ, সেভ দ্যা পিপল এর নির্বাহী পরিচালক মোঃ সাইদুর রহমান, গ্রামিণ শক্তির নির্বাহী পরিচালক আলমগীর হোসেন, প্রানের নির্বাহী পরিচালক মোঃ ইসমাইল হোসেন, দিশারী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন বাকের,পিডিআই কো-অডিটনেটর মোঃ শোভন প্রত্যেকে তাদের সংস্থার নিজস্ব কার্যক্রম সম্পর্কে প্রধান অতিথিকে অবহিত করেন ও পরীবিক্ষণ এর শেষে দ্রুত সময়ে চেক বিতরণসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। সভায় এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, উপপরিচালক, স্থানীয় সরকার, জেলা প্রশাসন,ভোলা, বিএনএফের নির্বাহী অফিসার (পিও টু চেয়ারম্যান) মুহম্মদ হামিদুর রহমান, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন কর্মকর্তা ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি সোস্যাল ইউনিটি ফর নেইবারহুড (সান), বোরহানউদ্দিন এর “দারিদ্র্য বিমোচনে গাভী পালন” কর্মসূচী এবং অন্যান্য সংস্থার ফিল্ড পর্যায়ে কর্মসূচী পরিরিদর্শন করেন ও উন্নয়নমূলক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানের নির্বাহী পরিচালক মোঃ বিল্লাল হোসেন জুয়েল।

ফেসবুকে লাইক দিন