আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ ইং, ৭ই জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে ভোলায় মানববন্ধন কর্মসূচি পালিত

নিউজ ডেস্ক: বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন, ভোলা জেলা শাখা কর্তৃক জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে আজ ১১ নভেম্বর দুপুর ১২ টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাংলাবাজার ফাতেমা খানম কলেজে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো: জসিমউদদীন, জেলা কমিটির সভাপতি বিপ্লব মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো: সালাউদ্দিন, কলেজ কমিটির সভাপতি মোবাশ্বের হোসেন, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন সহ বিভিন্ন কলেজ থেকে আগত শিক্ষকবৃন্দ। বক্তব্যে জেলা কমিটির সভাপতি বিপ্লব মন্ডল বলেন, “গত ৫ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানউল্লাহ মহোদয়কে ফোনের মাধ্যমে হত্যার হুমকী দেওয়া হয়। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই”। অপরাধীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। মানববন্ধনে উপস্থিত থেকে একাত্ম প্রকাশ করেন বাংলাবাজার ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশিদ ও উপাধ্যক্ষ সুশান্ত কুমার মন্ডল।

ফেসবুকে লাইক দিন