এমপিও ভুক্তির দাবিতে ভোলায় বেসরকারি কলেজের অনার্স শিক্ষকদের মানববন্ধন

জেলা প্রতিনিধিঃ আজ ২৩ অক্টোবর ২০২৪ ইং তারিখে এমপিও ভুক্তির দাবিতে ভোলার বেসরকারি কলেজের অনার্স শাখায় নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের অংশগ্রহনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সকাল এগারোটায় বাংলাবাজার ফাতেমা খানম কলেজের শহিদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন বেসরকারি কলেজের অনার্স শিক্ষকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন, ভোলা জেলা শাখার সভাপতি বিপ্লব মন্ডল বক্তব্যে বলেন, বিগত ৩২ বছর যাবৎ বেসরকারি কলেজের অনার্স শিক্ষকরা এমিপও ভুক্ত না হওয়ার কারনে মানবেতর জীবন যাপন করছেন। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে এমপিও ভুক্তির দাবি জানান। মানববন্ধনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের বরিশাল বিভাগের বিভাগীয় প্রতিনিধি মো: জসিমউদদীন।